Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ সিটির প্রথম নগরপিতা হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়


১৬ এপ্রিল ২০১৯ ১৮:৫৪

ঢাকা: ময়মনসিংহ সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে মেয়র পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। ফলে প্রথমবারের মতো দেশের দ্বাদশ এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হলেও নগরপিতা নির্বাচনে ভোট দিতে হবে না ভোটারদের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে মসিক নির্বাচনে মেয়র পদে বৈধ ঘোষিত দুই প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে মেয়র পদে একক প্রার্থী হিসেবে থেকে গেলেন ইকরামুল হক টিটু।

বিজ্ঞাপন

জানতে চাইলে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও মসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামন সারাবাংলাকে বলেন, আমরা এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের খবর শুনেছি। তবে আমার কাছে এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন আসেনি। এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছি।

আরও পড়ুন- ময়মনসিংহ সিটিতে মেয়র পদে বৈধ প্রার্থী ২ জন

এর আগে, এই নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাঁচ জন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মো. মুসা সরকার, বিশ্বজিৎ ভাদুড়ী ও শহীদুল ইসলামের (স্বপন মন্ডল) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তারা আপিল করলেও সেই আপিল খারিজ হয়ে যাওয়ায় প্রার্থিতা ফিরে পাননি। এতে মেয়র পদে বৈধ প্রার্থী ছিলেন আওয়ামী লীগের টিটু ও জাতীয় পার্টির জাহাঙ্গীর। এর মধ্যে জাহাঙ্গীর প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ময়মনসিংহবাসী ভোট দিয়ে নগরপিতা বেছে নেওয়ার সুযোগ হারালেন।

বিজ্ঞাপন

এর আগে, আগামী ৫ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে গত ২৫ মার্চ এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ৮ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বুধবার যাচাই-বাছাই শেষে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে বৈধ প্রার্থীদের জন্য। ওই দিনই চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন- ময়মনসিংহ সিটি নির্বাচনের বাজেট ১৩ কোটি টাকা

২০১৮ সালের ২ এপ্রিল দেশের দ্বাদশ এই সিটি করপোরেশনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। ওই বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডের ময়মনসিংহ সিটির আয়তন ৯১ দশমিক ৩১ বর্গমিটার। এই সিটির মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ৫ মে অনুষ্ঠেয় প্রথম ভোটের ভোট দেবেন ১ লাখ ৫০ হাজার ৪৭৯ জন নারী ও ১ লাখ ৪৬ হাজার ৪৫৭ জন পুরুষ ভোটার। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯৩৬ জন।

সারাবাংলা/জিএস/টিআর

ইকরামুল হক টিটু ময়মনসিংহ ময়মনসিংহ সিটি করপোরেশন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর