Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি অধ্যাপক তফজল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার


১৬ এপ্রিল ২০১৯ ১৯:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম তফজল হককে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ অনুমোদন করেন। নিয়োগে আদেশে বলা হয়, এ কে এম তফজল হক আগামী চার বছর এই পদে দায়িত্বরত থাকবেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফীন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক এ কে এম তফজল হকের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

১৯৯৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯৮ সালে সহকারী অধ্যাপক, ২০০৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৫ সালে অধ্যাপক হিসেব পদোন্নতি পান।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নির্বাচিত সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।

সারাবাংলা/আরডি/এমও

চবি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর