Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার রায় ঘিরে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী


২৬ জানুয়ারি ২০১৮ ১১:৪০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক আছে।

ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পরিবার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। অপরাধ যে-ই করুক না কেন তার শাস্তি হয়েছে, আইনের আওতায় এসেছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

হকার উচ্ছেদ ইস্যুতে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই ঘটনায় ভিডিও ফুটেজ থেকে জড়িতদের শনাক্ত করা হবে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ৮ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করেন বকশীবাজারের বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।

এ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর