Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ৬ ঘণ্টা পর জিটিভির সম্প্রচার প্রকৌশলী উদ্ধার, আটক ৩


১৬ এপ্রিল ২০১৯ ২৩:০৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ০০:১৬

ঢাকা: অপহরণের ৬ ঘণ্টা পর জিটিভির সম্প্রচার প্রকৌশলী নজরুল ইসলামকে (২৮) উদ্ধার করেছে র‌্যাব-১০। এসময় ৩ অপহরণকারীকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে নজরুল ইসলামকে উদ্ধার করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সিও (কমান্ডিং অফিসার) অতিরিক্ত ডিআইজি কাইয়ুম উজ্জামান।

কাইয়ুম উজ্জামান সারাবাংলাকে বলেন, ‘বিকেল চারটার দিকে জিটিভির একজন কর্মী আমাদের জানাান বিকেল তিনটার দিকে শাহবাগ থেকে তাদের এক সহকর্মী নজরুল ইসলামকে অপহরণ করা হয়েছে। খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান চালাই আমরা। পরে রাত সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় আমরা অপহরণ চক্রের তিন সদস্যকেও আটক করেছি।’

আটক অপহরণ চক্রের সদস্যরা হলো- নাসির উদ্দিন খান (২৫), রবিন মিয়া (২০) এবং আমিনুল ইসলাম (২০)।

আটকদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা জানান, তারা অপহরণ চক্রের সদস্য। নজরুলের কাছ থেকে টাকা আদায় করতে তারা তিনজনে মিলে তার সঙ্গে ধাক্কাধাক্কির কৌশলে ঝগড়া শুরু করে। একপর্যায়ে নজরুলকে মারতে মারতে একটা গাড়িতে তুলে নিয়ে যায়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।

তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়েরে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর