Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ নকশায় ৬ হাজার ভবনের বিষয়ে জানতে রাজউককে দুদকের চিঠি


১৭ এপ্রিল ২০১৯ ১৪:১১

ঢাকা: নকশায় পরিবর্তন এনে অবৈধভাবে ৬ হাজার ২শ ৪টি ভবন নির্মানের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রাজউককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৫ কার্যদিবসের মধ্যে চিঠির উত্তর দিতেও বলা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

তিনি সারাবাংলাকে বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মাদ দিলোয়ার বখত। চিঠিতে ভবনের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের দায়িত্ব নিরুপনসহ ১৫ কার্যদিবসের মধ্যে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বনানীর এফআর টাওয়ারের আগুন লাগার পর নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর কমিশন থেকে এফআর টাওয়ারের মালিকদের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। এমনকি কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছেন, এফআর টাওয়ারে কোনো দুর্নীতি হলে কেও ছাড় পাবে না। এরই ধারাবাহিকতায় সরগরম হয়ে উঠেছে দুদক।

সারাবাংলা/এসজে/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর