Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় খালাতো ভাইয়ের মৃত্যুদণ্ড


১৭ এপ্রিল ২০১৯ ১৪:৫৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ১৫:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউলকে হত্যার দায়ে নূর আলম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে বিচারক অরুপ কুমার গোস্বামী এই দণ্ড দেন।

দণ্ড পাওয়া নূর আলম মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদি গ্রামের বাসিন্দা। নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও নূর আলম সম্পর্কে আপন খালাতো ভাই। চৌড়হাঁস মোড় এলাকায় মামা-ভাগ্নে নামে একটি ফলের দোকান ছিল তাদের।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়ার চৌড়হাঁস মোড় এলাকায় নিহত ফল ব্যবসায়ীর রবিউলের ফলের দোকানের পিছনে থাকা একটি ড্রামের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় নূর আলম আদালতে উপস্থিত ছিলেন। এই মামলায় টিপু মন্ডল নামে আরেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএমএন

ব্যবসায়ীকে হত্যা মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর