Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা


২৬ জানুয়ারি ২০১৮ ১২:২১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাত সাড়ে ৮ টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, মামলার রায় সামনে রেখে বিএনপির শীর্ষ নেতাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্যই এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। মামলায় সাজা হলে বিএনপি কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে, চলতি দায়িত্ব কীভাবে পালন করতে হবে, দলের কৌশল কী হবে, ঐক্য ধরে রাখতে সিনিয়র নেতাদের করণীয় কী হবে— সে বিষয়গুলো ঠিক করা হতে পারে শনিবারের বৈঠকে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি সংক্রান্ত মামলার রায় দেওয়া হবে। বহুল আলোচিত এ মামলার প্রধান আসামি খালেদা জিয়া।

সারাবাংলা/এজেড/একে

খালেদাজিয়া জাতীয়_স্থায়ী_কমিটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর