Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াসার পানি পানযোগ্য করতে বছরে পুড়ছে ৩৩২ কোটি টাকার গ্যাস!


১৭ এপ্রিল ২০১৯ ১৫:৩৫

ঢাকা: পাইপলাইনের মাধ্যমে ঢাকা ওয়াসা যে পানি সরবরাহ করে, তা ফুটিয়ে পানযোগ্য করতে ৩৩২ কোটি টাকার গ্যাস খরচ হয় বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখার উদ্দিন।

তিনি বলেন, ঢাকা ওয়াসা পাইপলাইনের মাধ্যমে এখনো সুপেয় পানি সরবরাহ করতে পারেনি। এ কারণে ওয়াসার ৯১ শতাংশ পানিগ্রহীতা খাবার পানি ফুটিয়ে পান করেন। আর ওয়াসার পানি ফোটাতে প্রতিবছর যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হয়, তার দাম ৩৩২ কোটি টাকা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি গবেষণাপত্র উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।

ইফতেখার উদ্দিন আরও বলেন, প্রতিবছর পানি ফোটাতে গিয়ে যে ৩৩২ কোটি টাকা খরচ হচ্ছে, তা বাঁচানোর কোনো উদ্যোগ এখনো নেয়নি ওয়াসা। অথচ বিশ্বের প্রায় সব দেশেই পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা হয়।

সারাবাংলা/ইউজে/টিআর

ওয়াসা টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ঢাকা ওয়াসা পানি ফোটাতে খরচ ৩৩২ কোটি টাকার গ্যাস পানি সরবরাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর