Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবাসহ ভাই-বোন আটক


১৭ এপ্রিল ২০১৯ ২০:৩২ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ২০:৪২

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার ঘুরে ঢাকায় ফেরার পথে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা আপন ভাই-বোন বলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) ভোরে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দু’জন হলো- তানভীর হোসেন (২৮) ও তার বড় বোন রওশন আরা বেগম (৩২)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো.মাশকুর রহমান সারাবাংলাকে জানান, লন্ডন এক্সপ্রেস নামে একটি বাসে করে দু’জন কক্সবাজার থেকে শহরে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেটিতে তল্লাশি চালানোর জন্য গেলে দু’জন বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। তখন তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। তাদের ট্রাভেল ব্যাগে ইয়াবাগুলো পাওয়া গেছে।

আরও পড়ুন: আগুনের ঝুঁকিতে চট্টগ্রামের ৯৭ ভাগ বহুতল ভবন, বিপর্যয়ের শঙ্কা

মাশকুর বলেন, ‘ভাইবোন কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। আসার পথে ঢাকা ও রাজশাহীতে বিক্রির জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/এমএইচ

ইয়াবা ভাই-বোন আটক