Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রেফতার এড়াতে পেরুর সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা


১৭ এপ্রিল ২০১৯ ২২:৪৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ২৩:০১

নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট এলান গার্সিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এলান গার্সিয়াকে গ্রেফতার করতে তার বাসায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার এড়াতে তখন তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা এক টুইট বার্তায় সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিবিসি সংবাদে আরও বলা হয়েছে, মাথায় গুলি করার পরই পুলিশ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে দ্রুত তার অস্ত্রপচার করা হলেও মৃতু হয় সাবেক ওই প্রেসিডেন্টের।

এর আগে দেশটির সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্রাজিলের একটি নির্মাণ প্রতিষ্ঠান থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতারের জন্য রাজধানী লিমায় তার বাড়িতে হানা দেয় পুলিশ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মোরান সংবাদমাধ্যমকে জানিয়েছেন গ্রেফতার এড়াতেই তিনি মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া তিনি বলেন, ‘পুলিশ সাবেক প্রেসিডেন্ট এলান গার্সিয়ার বাড়িতে পৌঁছার পর তিনি একটি ফোন কল করার জন্য অন্য ঘরে যান। সেখানে তিনি নিজের মাথায় গুলি করেন।’

এলান গার্সিয়া ১৯৮৫ থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত দুই মেয়াদে পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/আইই/এমআই

আত্মহত্যা পেরু প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর