অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারের ৩ জনের মৃত্যু
১৮ এপ্রিল ২০১৯ ১৩:৩২
দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। তারা সবাই একটি অটোরিকশার (ইজিবাইক) যাত্রী ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলু রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন— নাটোর বাগাতীপাড়া উপজেলার জালালপুর গ্রামের আশরাফুল আলম খলিফা (৩২), তার মেয়ে আইভি আক্তার (১০) ও চাচাতো ভাই শারদার খলিফা (৪৮)। এ ঘটনায় আহত চার জনের পরিচয় জানা যায়নি। তাদের দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহীর মৃত্যু
ওসি বজলু রশিদ জানান, সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসটি দিনাজপুর থেকে বগুড়া যাচ্ছিল। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে শহরমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শারদার খলিফার মৃত্যু হয়। বাকিদের দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আশরাফুল আলম খলিফা ও তার মেয়ে আইভি আক্তারের মৃত্যু হয়।
মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সারাবাংলা/এমএইচ