Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্যারোলের নামে মাইনাস তত্ত্বের চক্রান্ত চলছে’


১৮ এপ্রিল ২০১৯ ১৪:১৮

ঢাকা: কারাবিন্দ খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার নামে ‘মাইনাস তত্ত্বে’র চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় সূত্রবিহীন একটি খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, বেগম খালেদা জিয়া প্যারোলে দেশের বাইরে চলে যাচ্ছেন। এমনকি তারা তারিখও বলে দিচ্ছেন! কিন্তু বাস্তবতা হলো, বিএনপির কোনো সূত্র এমন কিছু জানেই না। অথচ সরকারপন্থি কয়েকটি মিডিয়া প্রতিদিন মনগড়া প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এই প্রোপাগান্ডার সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোও জড়িত বলে ব্যাপক গুঞ্জন আছে।’

প্যারোলের নামে ‘মাইনাস মিশন’ সফল করার জন্য ক্ষমতাসীনরা চতুর রাজনীতিতে লিপ্ত রয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘খালেদা জিয়া শারীরিকভাবে খুবই বিপর্যস্ত। হাত-পা নাড়তে পারছেন না। আর্থ্রাইটিসের ব্যাথার কারণে পা নাড়াতে পারছেন না। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। এই অবস্থায় দেশনেত্রী চাচ্ছেন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে। কিন্তু সরকার তার জীবন হুমকির মুখে ফেলে দিয়ে সুদূরপ্রসারী স্বার্থসিদ্ধির ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আইনি প্রক্রিয়ায় স্বাভাবিক পথে খালেদা জিয়া জামিনে মুক্তি চান। সুতরাং দেশনেত্রীকে নিয়ে মাইনাস ফরমুলা বন্ধ করুন। ওয়ান ইলেভেনের সরকার মাইনাস-টু ফরমুলা বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু খালেদা জিয়ার আপসহীন কঠোর ভূমিকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। তারা সফল হলে আজ আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না।’

বিজ্ঞাপন

প্যারোলের নামে ‘মাইনাস তত্ত্বে’র অশুভ চক্রান্ত করে লাভ হবে না মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘তার জামিনে আর বাধা দেবেন না। আদালতের ওপর হস্তক্ষেপ বন্ধ হলেই বিএনপি চেয়ারপারসন আইনি প্রক্রিয়ায় জামিনে বেরিয়ে আসবেন।’

সারাবাংলা/এজেড/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর