Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাহ্য পদার্থসহ সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালে আটক ১


১৮ এপ্রিল ২০১৯ ১৯:০৪

নিউ ইয়র্কের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালে দাহ্য পদার্থ গ্যাসোলিনের ক্যান ও লাইটারসহ প্রবেশের সময় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) রাতে ৩৭ বছর বয়স্ক ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যদিও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।

ফ্রান্সের ঐতিহাসিক নটর-ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুদিন পর এই ঘটনা ঘটলো। প্যারিসের জনপ্রিয় ক্যাথেড্রালে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

বিজ্ঞাপন

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, ম্যানহাটনের রোমান ক্যাথলিক ক্যাথেড্রালে রাত ৮টার দিকে ঢুকতে চায় ওই ব্যক্তি। কিন্তু সঙ্গে সন্দেহজনক বস্তু থাকায় তাকে আটক করে নিরাপত্তাকর্মীরা। প্রায় দুই ক্যান গ্যাসোলিনসহ তাকে আটক করা হয়।

ডেপুটি কমিশনার গোয়েন্দা কর্মকর্তা জন মিলার বলেন, সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের মতো ঐতিহাসিক জায়গায় দাহ্য পদার্থ নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগের। বিষয়টি তদন্ত করতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এর আগে, গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত লুইজিয়ানায় আফ্রিকান-আমেরিকান অন্তত ৩টি গির্জায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এনএইচ

নিউ ইয়র্ক সন্দেহভাজন আটক সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর