Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান অ্যাথলেটিকসে অংশ নিচ্ছেন দেশের ৫ অ্যাথলেট


১৯ এপ্রিল ২০১৯ ০৪:১৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ০৪:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দু’দিন পর থেকে কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। চলতি মাসের ২১ থেকে ২৪ এপ্রিল হবে এই প্রতিযোগিতা। সেখানে অংশ নিবে লাল-সবুজ জার্সিধারী পাঁচ অ্যাথলেট।

শুক্রবার সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে রওনা দিবে অ্যাথলেটরা। প্রতিযোগিতার একাধিক ইভেন্টে অংশ নিবেন তারা।

১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও বিকেএসপির হাসান মিয়া। ৪০০ মিটারে থাকবেন বিকেএসপির জহির রায়হান। মেয়েদের মধ্যে ১০০মিটার স্প্রিন্টে থাকবেন নৌবাহিনীর শিরিন আক্তার। ১০০ মিটার ছাড়াও ২০০ মিটারে অংশ নেবেন নৌবাহিনীর সোহাগী আক্তার।

বিজ্ঞাপন

এই দলটির সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী। কাতারের এই আসরে নিজেদের টাইমিং ভালো করার লক্ষ্য তাদের। এই কর্মকর্তার সেই কথা জানিয়ে বলেছেন, ‘আগামী এসএ গেমসের আগে এশিয়ার বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে অ্যাথলেটরা আরও অভিজ্ঞ হতে পারবে। সেখানে যদি তারা নিজেদের টাইমিং ভালো করতে পারে তাহলে আমাদের জন্য ভালো। এছাড়া কার কী অবস্থান তা এই প্রতিযোগিতার মাধ্যমে জানা যাবে।’

২৪ এপ্রিল অ্যাথলেটরা দেশে ফিরে আসবেন বলে জানায় ফেডারেশন।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর