Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ‘গোলাগুলিতে’ ৭ মামলার আসামির মৃত্যু


১৯ এপ্রিল ২০১৯ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়া শহরে কথিত গোলাগুলিতে পুলিশের তালিকাভুক্ত রাফিদ আনাম স্বর্গ (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত দেড়টার দিকে উপশহরের ধুন্দাল সেতু এলাকায় দুই দল সন্ত্রাসীর ‘গোলাগুলিতে’ রাফিদ আনাম স্বর্গের মৃত্যু হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়া শহরের ধরমপুর ধুন্দল সেতুর সুবিল খাল পাড়ে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছিল। শব্দ পেয়ে পুলিশের টহল দল সেখানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। সেখানে গুরুতর অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। পাশেই এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি ৭.৬২ ক্যালিবারের পিস্তল ও একটি বার্মিজ চাকু পড়েছিল। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্বর্গের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, অস্ত্র আইন, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে বলে জানান সনাতন চক্রবর্তী।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামির মৃত্যু

আসামি বগুড়ায় গোলাগুলি সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর