Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়ার সাজায় সরকারি কোনো হস্তক্ষেপ খুঁজে পাই না’


১৯ এপ্রিল ২০১৯ ১৪:৩১

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, এতিমের টাকা চুরির দায়ে খালেদা জিয়াকে নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন, সেখানে তাকে পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর সাজা দেওয়া হয়েছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।’

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে আনিসুল হক বলেন, আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এ কারণেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে। শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান, কসবা-আখাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

আইনমন্ত্রী আনিসুল হক খালেদা জিয়া খালেদা জিয়ার সাজা বিচার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর