Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার ওপর ফুলের আঁচড়ে গর্জে উঠবে বাংলাদেশ : গয়েশ্বর


২৬ জানুয়ারি ২০১৮ ১৭:১৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : জিয়া  অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়ার ওপর একটা ফুলের আঁচড় পড়লে তাতে সারা বাংলাদেশ গর্জে উঠবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার এ স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভার আয়োজন করে নাগরিক ফোরাম।

গয়েশ্বর বলেন, ‘জেলের ভয় দেখিয়ে লাভ নেই, দেশের জনগণ এখন জেলকে ভয় পায় না।’

খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারি রায়ে কোনো নেতিবাচক প্রভাব ঘটলে, তা সরকার পতনের লক্ষ্য হিসেবে গণ্য করা হবে।’

সরকার বিচার বিভাগকে নিজ হাতে পরিচালিত করছে বলে অভিযোগ করে তিনি বলেন,  ‘শেখ হাসিনার সরকার বিচার বিভাগকে নিজ হাতে পরিচালিত করছে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে আমরা এর উদাহরণ হিসেবে দেখতে পাই।’

কোকো প্রসঙ্গে তিনি বলেন, ‘কোকো কোনো রাজনীতির মধ্যে ছিল না। তারপরেও তাকে জেলে যেতে হয়েছে। অনেক অত্যাচার সহ্য করে, এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হয়েছে।’

অনুষ্ঠানে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকারের হাতে নির্বাচন করা আর জেনে শুনে বোকার রাজ্যে বসবাস করা সমান কথা। সরকারের দুইটি পথ খোলা আছে। হয় তাদের আপস করতে হবে, তা না হলে জনগণ রাজপথে নামবে। জনগণ রাজপথে নামলে সরকার পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।’

অনুষ্ঠানে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এআই/এনএস/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর