Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকায় গির্জা ধসে ১৩ জনের মৃত্যু


১৯ এপ্রিল ২০১৯ ১৭:৫৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১৮:৪৭

দক্ষিণ আফ্রিকায় গির্জা ধসে পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন ১৬ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দেশটির  ইমপাংগেনি রাজ্যের দালাগুবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর আফ্রিকা নিউজের।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশন (এসএবিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে গির্জাটি ধসের শিকার হয়। সরকারের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছে। আশ্বাস দিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে।

সারাবাংলা/এনএইচ

গির্জা ধস দক্ষিণ আফ্রিকা দুর্ঘটনায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর