‘নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের গাফিলতি প্রমাণ হলে শাস্তি’
১৯ এপ্রিল ২০১৯ ২০:৫১
ঢাকা: ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় তদন্তে পুলিশের দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণিত হলে পুলিশকেও শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় নবনির্মিত বিজিএমই ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় যদি পুলিশের কোনো গাফলতি বা অবহেলা তদন্তে প্রমাণিত হয় তাহলে তাদেরকেও শাস্তির মুখোমুখি হতে হবে, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে পুলিশ বা যত ক্ষমতা ধর ব্যক্তি হোক।
আরও পড়ুন: নুসরাত হত্যা: আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সব আসামি আমাদের জালে ধরা পড়েছে। যারা এজহারভুক্ত ছিল তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় প্রাপ্ত জবানবন্দি অনুযায়ী এ হত্যাকাণ্ডে কারা কখন কিভাবে জড়িত ছিল আমাদের পুলিশ বাহিনী তা উদঘাটন করেছে। খুনের উদ্দেশ্য পুলিশ উন্মোচিত করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে খুব শীঘ্রই পুলিশের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সারাবাংলা/এসএইচ/ এনএইচ
নুসরাত হত্যাকাণ্ড বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল