রাজধানীর নিকেতনে হয়ে গেল ফায়ার সেফটি বিষয়ক কর্মশালা
২০ এপ্রিল ২০১৯ ০৪:৪৯
ঢাকা: রাজধানীর নিকেতনে হয়ে গেল ফায়ার সেফটি বিষয়ক কর্মশালা। শুক্রবার (১৯ এপ্রিল) ‘ফায়ার সেফটি এন্ড দ্যা প্রোসপেক্ট অব দিস ফিল্ড এস এ প্রোফেশনাল’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং পেশাজীবিরা।
কর্মশালায় উপস্থিত ছিলেন, অগ্নিনিরাপত্তা বিশেষজ্ঞ এম এ রশিদ টিপু (সি এফ পি এস)। কর্মশালা সম্পর্কে তিনি বলেন, প্রাক্টিক্যাল থেকে যখন আমার সাথে এই কর্মশালা আয়োজনের কথা জানানো হয়, তখন আমি সাথে সাথে তা লুফে নেই। কারণ, আমাদের দেশে প্রাতিষ্ঠানিকভাবে অগ্নিনিরাপত্তা বিষয়ে পড়ার সুযোগ তেমন নেই। আমি প্রাক্টিক্যালের সাথে সামনে এই বিষয়ে আরো কাজ করতে চাই, যাতে তরুণদের মধ্যে এই বিষয়ে পড়ার ইচ্ছা বাড়ে’। পাশাপাশি এই সেক্টরে ক্রমবর্ধমান দক্ষ লোকের অভাব কমিয়ে আনা যায়।
কর্মশালায় প্রাক্টিক্যালের সিইও ফারিদ খান বলেন, পুঁথিগতবিদ্যা এবং তার ব্যবহারিক প্রয়োগের মেলবন্ধন ও কাজের ক্ষেত্র তৈরীর আইডিয়া থেকে আমরা প্রাক্টিক্যাল প্রতিষ্ঠানটি তৈরী করেছি। অগ্নিনিরাপত্তা সম্পর্কে জানা এবং এর ঝুঁকি কমিয়ে আনতে দক্ষ জনবল তৈরি এবং তাদের দ্বারা ভবনগুলোকে নিরাপদ ভবন হিসেবে নিশ্চিত করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির চিফ অপারেশন অফিসার হাসান ইমাম এই দক্ষ জনবল তৈরিতে আরও বেশি এমন কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
সারাবাংলা/জেএএম