Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু


২০ এপ্রিল ২০১৯ ১০:০১ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গোলাম মোস্তফা (৩২) নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) ভোরে উল্লাপাড়ার ঘোঁষগাতি এলাকায় এ ঘটনা ঘটে। উল্লাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, উল্লাপাড়ার ঘোঁষগাতি এলাকায় মাদক বিক্রেতারা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় ‍পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতার মোস্তফা কামালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পালিয়ে যাওয়ার সময় চার মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ফেনসিডিল এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

বন্দুকযুদ্ধে নিহত মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর