Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে দশ বছরের শিশু ‘ধর্ষণ’, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২


২০ এপ্রিল ২০১৯ ১৩:০৮ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১৪:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাগেরহাটের রামপালে দশ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুইজন হলেন মুদি দোকানি ফেরদৌস শেখ (১৮)। সে রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুৎফর শেখের ছেলে। এ ছাড়া ধর্ষণের ঘটনা চাপা দেওয়ার চেষ্টায় ওই মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মোড়েলগঞ্জে মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা

এজাহারের তথ্য উল্লেখ করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল সারাবাংলাকে জানান, ওই শিশু শিক্ষার্থীর বাড়ি নওগাঁ জেলায়। রামপালের ফকিরহাটে ওই মেয়ের নানাবাড়ি। স্থানীয় মাদরাসার ছাত্রী নিবাসে থেকে শিশুটি পড়ালেখা করছিল। মাদরাসার সামনের মুদি দোকানি ফেরদৌসের সঙ্গে মাদরাসার ওই শিক্ষার্থীর পরিচয় হয়। পরিচয়ের সূত্রে ১১ এপ্রিল রাতে মুদি দোকানি ফেরদৌস একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পরদিন ওই মাদরাসার অধ্যক্ষকে বিষয়টি জানায় ওই শিক্ষার্থী। কিন্তু অধ্যক্ষ এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এরপর শিশুটি বাসায় গিয়ে তার মামাকে বিস্তারিত জানায়।

বিজ্ঞাপন

যৌন নিপীড়নের শিকার শিশুটি স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ওই শিক্ষার্থী পুলিশ হেফাজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে।

সারাবাংলা/একে

আরও পড়ুন

শরণখোলায় দুই জামায়াত নেতা আটক

অধ্যক্ষ গ্রেফতার বাগেরহাট মাদরাসাছাত্রী ধর্ষণ