Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিটলারের অপ্রকাশিত ও দুর্লভ কিছু ছবি


২০ এপ্রিল ২০১৯ ১৫:৪৪ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১০:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুখ্যাত  অ্যাডলফ হিটলারে দুর্লভ কিছু ছবি জনসমক্ষে প্রকাশ করেছে দ্য ন্যাশনাল আর্কাইভস । হিটলারের ব্যক্তিগত ফটোগ্রাফার হেনরিক হফম্যান ১৯২০ সালে ছবিগুলো তুলেছিলেন। খবর ডেইলি মেইলের।

প্রিয় আলেস্টেয়িান জাতের কুকুরের পাশে এডলফ হিটলার। কুকরটির নাম প্রিন্স। ছবি তোলার দুবছর আগে হিটলার কুকুরটিকে লালন-পালন শুরু করেন।

হিটলারের প্রপাগান্ডা মিনিস্টার জোসেফ গোবেলসহ নাৎসী পার্টির হর্তাকর্তারা। এরা অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনের নীল নকশায় জড়িত ছিলো।

জার্মানিতে বক্তৃতা রাখছেন এডলফ হিটলার।

কোনো একটি ক্যাফেতে আড্ডায় হিটলার ও তার সাঙ্গপাঙ্গরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

 

অ্যাডলফ হিটলার দুর্লভ ছবি