Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রলীগ নাটক করছে’


২৬ জানুয়ারি ২০১৮ ১৮:৪৬

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার পর ছাত্রলীগ এখন নাটক করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বোয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘ছাত্রলীগ পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। প্রগতিশীল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর তারা হামলা করে এখন উল্টো কথা বলছেন। সাধারণ শিক্ষার্থীরাই নাকি তাদের ওপর হামলা করেছেন। তবে যে নাটক তারা করছেন সেটার স্ক্রিপটা ভালো ছিল না।’

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে প্রগতিশীল ছাত্র জোটের এক সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ থেকে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগের দাবি জানানো হয়।

সমাবেশে কমিউনিস্ট পার্টি বাংলাদেশের (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘যে ভিসি গেটে তালা ঝুলিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করেন, সেই ভিসির পদত্যাগ চাই। ওই পদে তার থাকার দরকার নেই।’

সমাবেশে তেল গ্যাস খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সভাপতি আনু মুহাম্মদ বলেন, ‘ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার পর মিথ্যাচার করছেন। সরকারের আমলা ও কিছু শিক্ষকও তাদের মিথ্যাচারের সঙ্গে শামিল হয়েছেন। ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

সরকারে সমালোচনা করে তিনি বলেন, ‘একদিকে আইয়ুব খানের মতো উন্নয়ন চলছে, অন্যদিকে প্রতিষ্ঠান দখল চলছে। এর আগের উপাচার্য থাকা অবস্থায়ও ক্যাম্পাসে যৌন নিপীড়ন হয়েছে। যারাই এর প্রতিবাদ করেছিল তারাই ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছিল। এটা চলতে থাকলে শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সমস্যার সৃষ্টি হবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আন্দোলনে থাকা নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনায় ১৭ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ঢাবি প্রক্টরকে অবরুদ্ধ করে রাখেন। পরে ওইদিন বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে দাবি না মানায় পুনরায় আন্দোলন শুরু হয়। ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। সেখানে পুনরায় হামলা চালায় ছাত্রলীগ। এসময় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার ছবি।

সারাবাংলা/ইউজে/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর