Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএর দায়িত্ব নিলেন রুবানা হক


২০ এপ্রিল ২০১৯ ২১:৩৯

ঢাকা: তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবেও যাত্রা শুরু হলো তার।

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব তুলে দেওয়া হয়। সংগঠনটির বিদায়ী কমিটি সদ্য নির্বাচিত কমিটির কাছ দায়িত্ব হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

সভার প্রথম অংশে সভাপতিত্ব করেন বিজিএমইএর সদ্য বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের শেষ অংশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি রুবানা হক। এছাড়া বার্ষিক সাধারণ সভায় ২০১৭-২০১৮ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী পাস হয় এবং ২০১৮-২০১৯ সালের বাজেট অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ১১ এপ্রিল নির্বাচন পরিচালনা বোর্ড সংগঠনটির দায়িত্ব বণ্টনের ফল ঘোষণা করে। গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএর ২০১৯-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম ৩৫টি পদের সবগুলো পদেই বিজয়ী হয়।

অনুষ্ঠানে আরও দায়িত্ব গ্রহণ করেন বিজিএমইএর নতুন কমিটির প্রথম সহসভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি এস এম মান্নান (কচি), সহসভাপতি (অর্থ) এম এ রহিম (ফিরোজ), সহসভাপতি আরশাদ জামাল (দিপু), সহসভাপতি মো. মশিউল আজম (সজল) ও সহসভাপতি এ এম চৌধুরী (সেলিম)।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক সফল ব্যবসায়ী ছাড়াও একজন কবি। গল্পেও রয়েছে হাতেখড়ি। পিএইচডি ডিগ্রিধারী ড. রুবানা পোশাকশিল্পে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চান। প্রয়োজনে পিআর ফার্ম নিয়োগ দেওয়ার লক্ষ্য রয়েছে তার। এছাড়া তৈরি পোশাকের দাম পেতে নিজেদের অসম প্রতিযোগিতা দূর করতে চান তিনি। বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালুর পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষার লক্ষ্য রয়েছে রুবানার।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমআই

দায়িত্ব গ্রহণ রুবানা হক

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর