Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার বসতে পারে পদ্মাসেতুর দ্বিতীয় স্প্যান


২৬ জানুয়ারি ২০১৮ ১৯:০২

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শনিবার (২৭ জানুয়ারি) বসানো হতে পারে পদ্মাসেতুর দ্বিতীয় স্প্যান। সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর বসানো হবে এই স্প্যান। সেতু প্রকল্পের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ কাদের সারাবাংলাকে এ কথা জানিয়েছেন।

গত কয়েকদিন ধরেই প্রচেষ্টা চলছে দ্বিতীয় স্প্যানটি পিলারের উপর বসানোর। ধারণা করা হচ্ছিলো গত বৃহস্পতিবার সেটি বসানো সম্ভব হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। নদীতে ঘন কুয়াশা আর নদীর পানির স্তর নীচে নেমে যাওয়ার কারণেই এই বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

নদীতে বিভিন্ন অংশে ক্রেন ও ভারি যন্ত্রাংশ নিয়ে কাজ করার কারণে স্প্যান বহনকারী ক্রেনটি নির্ধারিত পিলারের কাছে পৌঁছাতে সময় লেগেছে। এ ছাড়াও নদীতে কুয়াশাও ছিলো একটি বড় ফ্যাক্টর, সারাবাংলাকে জানান তারা।

তবে  শনিবারে দ্বিতীয় স্প্যানটি বসানোর জন্য এখন প্রস্তুতি অনেকাংশেই সম্পন্ন বলে জানিয়েছেন এর প্রধান প্রকৌশলী।

তিনি সারাবাংলাকে আরও বলেন, আনুসঙ্গিক নানা কাজ শেষ করে তবেই একেকটা পিলার তুলতে হয়। আর সেকাজগুলো সময় সাপেক্ষ।

এবারের ক্রেনটি বসানোর জন্য নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় নদীর ওই স্থানে ড্রেজিং করা হয়েছে বলেও জানা গেছে।

এর আগে গত শনিবার (২০ জানুয়ারি) এই স্প্যানটি তুলে নিয়ে পিলারের দিকে রওয়ানা দেয় ক্রেনটি।

১৫০ মিটারের স্প্যানটির ওজন ৩ হাজার ২‘শ টন যা বহন করা হয়েছে ৩ হাজার ৭‘শ টন ওজনের ভাসমান ক্রেনে।

সংশ্লিষ্টরা জানান, স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তে পিলারের কাছে পৌঁছতে তিন দিন সময় লাগার কথা। কিন্তু নদীতে ঘন কুয়াশা, নদীর বিভিন্ন অংশে ভারি যন্ত্রাংশের ব্যবহারের কারণে ভাসমান ক্রেনটি ধীর গতিতে চলছে। এছাড়া, চ্যানেলে পানি কম থাকায় কিছু কিছু স্থানে ড্রেজিং করা হয়েছে। গত বুধবার স্প্যানটি ৩৩ নম্বর পিলারের কাছে পৌঁছায়। ওই পিলারের কাছ থেকে ভাসমান ক্রেনটি ঘোরাবার জন্য ড্রেজিং করা হয়। ড্রেজিং শেষে ২৫জানুয়ারি ৩৩ নম্বর পিলারের কাছ থেকে স্প্যানটি ৩৮-৩৯ নম্বর কাছে নেয়া হয়।

বিজ্ঞাপন

পুরো এক সপ্তাহ পদ্মায় ভেসে থাকার পর স্প্যানটি শনিবার বসানো হতে পারে।

সারাবাংলা/জেআইএল/এনএস

 

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর