Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকের ফুটপাতে মিলল পলিথিনে মোড়ানো মৃত নবজাতক


২১ এপ্রিল ২০১৯ ১৩:৪৭ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ২২:১২

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে বহির্বিভাগে যাওয়ার পথের ফুটপাতে নবজাতকটির মৃতদেহ দেখতে পান পথচারীরা। পরে তারাই পুলিশে খবর দেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম আলী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেট সংলগ্ন ফুটপাত থেকে পুরাতন ছেঁড়া লুঙ্গি ও পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মৃত মেয়ে নবজাতক পাওয়া যায়। তার নাভীতে হাসপাতালের ক্লিপ লাগানো ছিল, শিশুটির বয়স সম্ভবত একদিন। তার শরীর ভর্তি ছিল পিঁপড়ায়।

নবজাতকটিকে মৃত অবস্থায় কেউ ওই ফুটপাতে ফেলে গেছে, এমনটাই ধারণা এই পুলিশ কর্মকর্তার। তিনি জানান, ময়না তদন্তের পর নবজাতকটির মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দেওয়া হবে। তারাই শিশুটির দাফনের ব্যবস্থা করবে।

সারাবাংলা/এসএমএন

ঢামেক নবজাতক

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর