একবছরের মধ্যে সারাদেশে টেলিটক সেবা: মোস্তাফা জব্বার
২১ এপ্রিল ২০১৯ ১৮:২৪
ঢাকা: আগামী একবছরের মধ্যে রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (২১ এপ্রিল) বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলমান চতুর্থ বিপিও সামিটের একটি সেশনে তিনি এ কথা বলেন।
সেমিনারে অংশ নেওয়া এক তরুণের প্রশ্নের উত্তরে মোস্তাফা জব্বার বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার এখনো বেশিদিন হয়নি। আমাকে আর কিছুদিন সময় দাও। আগামী একবছরের মধ্যে দেশের সব জায়গায় টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যাবে। কারণ আমার নিজের সন্তানকেই তো আগে শক্তিশালী করতে হবে।’
পেপ্যাল বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে জব্বার বলেন, ‘আমরা যে অবস্থায় আছি সেই বাস্তবতা চিন্তা করে কাজ করতে হবে। পেপ্যাল সেই দেশেই তাদের কার্যক্রম চালু করে যেখানে তাদের ব্যবসা আছে। যখন দেখবে বাংলাদেশে তাদের ব্যবসা আছে তখন তারা চলে আসবে। তোমরা বাংলাদেশকে এমনভাবে গড়ে তোলো যাতে তারা নিজেরাই প্রস্তাব দিয়ে বাংলাদেশে আসে।’
তরুণদের কাজে লাগাতে না পারলে প্রবৃদ্ধি বলতে কিছু থাকবে না বলেও মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ‘যুবকদের কাজে লাগানো গেলেই প্রবৃদ্ধি বাড়বে। মাথাপিছু আয় ১ হাজার ডলার থেকে ৫ হাজার ডলারে উন্নীত হবে।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এ সামিটের আয়োজন করেছে। সকালে বিপিও সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই সামিট শেষ হবে আগামীকাল।
সারাবাংলা/ইএইচটি/এমও