Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত ভবন থেকে যুবকের পোড়া মরদেহ উদ্ধার


২২ এপ্রিল ২০১৯ ০০:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পরিত্যক্ত বাসা থেকে আগুনে পোড়া একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পুরুষ হিসেবে শনাক্ত করলেও এর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর হালিশহর থানার ফইল্যাতলী বাজার সংলগ্ন খালপাড় এলাকায় একটি বাসায় এই মরদেহটি পাওয়া গেছে।

ঘটনাস্থলে যাওয়া নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) আশিকুর রহমান সারাবাংলাকে জানান, সন্ধ্যার দিকে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন আশপাশের লোকজন সীমানা প্রাচীর বেয়ে উঠে লাশের মতো কিছু দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তালা ভেঙে ওই ঘরে প্রবেশ করে।

‘লাশটি আগুনে পোড়া। মুখমন্ডল গলিত হয়ে বিকৃত হয়ে গেছে। পরনে একটা টি-শার্ট আছে। নিচের অংশ পুড়ে একেবারে কয়লার মতো হয়ে গেছে। মুখের অংশ পুরোপুরি পুড়ে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। এ কারণে বয়সও নির্ধারণ করা যাচ্ছে না।’

এক সপ্তাহ আগে আগুনে পোড়া মরদেহটি সেখানে ফেলে যাওয়া হয় বলে ধারণা করছেন এসি আশিকুর রহমানসহ ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তারা।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরেনসিক প্রতিবেদন এবং পরিত্যক্ত বাড়ির মালিককে খুঁজে পেলে ঘটনার রহস্য উদঘাটন হবে বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এমএইচ

চট্টগ্রাম পোড়া মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর