Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত, আটক ১


২২ এপ্রিল ২০১৯ ১১:৩৮

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। আটক হয়েছেন অপর এক যুবক।

মৃত যুবকের নাম সাফিউল ইসলাম সুমন (২৫)। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আর আটক যুবকের নাম মাসুদ রানা (২২)। তিনি একই গ্রামের এনায়েতুল্লাহর ছেলে ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার (২২ এপ্রিল) ভোরে এই দু’জন বাংলাদেশ সীমান্তের ৩৫৭ মেইন ও সাব পিলার ২ দিয়ে ভারতে প্রবেশের সময় এ ঘটনার শিকার হন তারা । নিহত সুমন পেশায় অটোচালক।

বিজিবি জানায়, হরিপুর উপজেলার বাংলাদেশ সীমান্ত দনগাঁওয়ের বিপরীতে ভারতের বাসন্তীপুর ১৭১ বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানদের গুলিতে নিহত হন সুমন। তাদের হাতেই আটক হন মাসুদ।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) অধিনায়ক লে. কর্নেল এস এম সাফিউন নবী নিশ্চিত করে বলেন আজ দুপুরে এ নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে ।

সারাবাংলা/আরএ

ঠাকুরগাঁও বিএসএফের গুলিতে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর