Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-ব্রুনেই ৭ এমওইউ


২২ এপ্রিল ২০১৯ ১৪:৫৫

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে চায় বাংলাদেশ। এ জন্য ব্রুনেই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সোমবার (২২ এপ্রিল) দুই দেশের মধ্যে সাতটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

ব্রুনেইয়ের বাংলাদেশ মিশন জানিয়েছে, দ্বিপক্ষীয় নানান বিষয়ে সম্পর্কের মাত্রা বাড়াতে ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে রোববার (২১ এপ্রিল) দেশটিতে তিন দিনের সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে সোমবার (২২ এপ্রিল) ব্রুনেইয়ের সুলতানের বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুলতান হাজী হাসানাল বলকিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে সাতটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

যে সাতটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়, সেগুলো হচ্ছে, কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্য ক্ষেত্রে সহযোগিতার এমওইউ, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার এমওইউ, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত এমওইউ, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার এমওইউ, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত এমওইউ এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত বিনিময় নোট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সারাবাংলাকে বলেন, অনেক বছর পর ব্রুনেইয়ে প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হচ্ছে। প্রায় ১৫ বছর আগে ২০০৪ সালে ঢাকা থেকে প্রধানমন্ত্রী পর্যায়ে সর্বশেষ দ্বিপক্ষীয় সফর হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে। তাই এই সফরটি ঢাকার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি এই সফরের মধ্য দিয়ে ঢাকা চাচ্ছে ব্রুনেইয়ের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে।

বিজ্ঞাপন

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়ারকে দ্বিপক্ষীয় বিষয়ে একাধিক প্রস্তাব দিয়েছেন বলেও কূটনৈতিক কয়েকটি সূত্র জানিয়েছে।

সারাবাংলা/জেআইএল/এমআই

এমওইউ প্রধানমন্ত্রী ব্রুনেই শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর