Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলতে গিয়ে কর্ণফুলীতে পড়ে কিশোরের মৃত্যু


২২ এপ্রিল ২০১৯ ১৮:৫৪

চট্টগ্রাম ব্যুরো: খেলতে গিয়ে কর্ণফুলী নদীতে পড়ে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ফিশারিঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে।

কিশোর উপাল জলদাশ চট্টগ্রাম নগরীর পাথরঘাটার ইকবাল রোডের মনোহরখালী এলাকার রঞ্জিত জলদাশের ছেলে। উপাল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম সারাবাংলাকে বলেন, ‘পুরাতন ফিশারিঘাট এলাকায় মনোহরখালীর কয়েকজন শিশু-কিশোর ক্রিকেট খেলছিল। খেলতে গিয়ে কোনোভাবে উপাল নদীতে পড়ে যায়। স্রোতের টানে ভেসে গেলেও পরে আবার ভেসে ওঠে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘দুপুরে পৌনে ২টার দিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।’

সারাবাংলা/আরডি/এমও

কর্ণফুলী কিশোর পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর