Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চক্রান্তের মাধ্যমে দেশকে গণতন্ত্রবিহীন করা হচ্ছে: মির্জা ফখরুল


২২ এপ্রিল ২০১৯ ১৯:৩৩

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি সুপরিকল্পিত চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রবিহীন করা হচ্ছে। গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করেছেন, তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার পরিকল্পনা নিয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমান এর নামে মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, ‘সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে রাষ্ট্রযন্ত্রকে একতরফাভাবে ব্যবহার করা হচ্ছে। বিচার বিভাগ প্রশাসন থেকে শুরু করে এমনকি মিডিয়াও এর হাত থেকে রেহাই পাচ্ছে না। আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি, জনগণের স্বাধীনতায় বিশ্বাস করি তাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বারবার বলেছেন, গণতন্ত্রকে রক্ষা করতে, মানুষের অধিকারকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে ঐক্যবন্ধ হয়ে সংগ্রাম করতে হবে। খালেদা জিয়াসহ বর্তমানে হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে আটক রয়েছেন তাদের মুক্ত করতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসজামান দুদু বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’

আসাদুজামান রিপন বলেন, ‘খালেদা জিয়া পারিবারিক কারণে জেলে যাননি। তিনি জেলে গিয়েছেন রাজনৈতিক কারণে, গণতন্ত্রকে রক্ষা করার আন্দোলনের কারণে। ফলে তিনি প্যারোলে মুক্তি পাবেন কিনা সেটা পরিবারের সিদ্ধান্তে হবে না। এটা হবে রাজনৈতিক সিদ্ধান্তে।’

বিজ্ঞাপন

বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রদের এগিয়ে আসতে হবে।’

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘খালেদা জিয়াকে বিনা আন্দোলনে, বিনা রক্তপাতে মুক্ত করা সম্ভব হবে না। তাকে মুক্ত করতে হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এইজন্য ছাত্রদের রাজপথে নেমে আসতে হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রফোরাম এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খালেক হাওলাদার।

সারাবাংলা/জিএস/এমও

খালেদা জিয়া গণতন্ত্র বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর