ঢাকা: শ্রীলংকায় বোমা হামলায় আহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরীর চিকিৎসা আপাতত শ্রীলংকাতেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে শেখ ফজুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহতের ঘটনা সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রীলংকাতে নিহত বাংলাদেশিদের সংখ্যা মঙ্গলবার নাগাদ জানতে পারবো। জায়ান চৌধুরীর লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তবে আপাতত মশিউল হক চৌধুরীর চিকিৎসা শ্রীলংকাতেই চলবে আপাতত।’
তিনি আরও বলেন, ‘দেশে কোন রেড এলার্ট জারি নেই। তবুও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
শ্রীলংকার বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এই হামলা কেনো হলো তা তদন্তের পর শ্রীলংকা সরকার বাংলাদেশকে জানাবে। এ ধরণের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ট্রান্সন্যাশনাল ক্রাইমের ওপর আমাদের জোর দেওয়া উচিত। যাতে করে যেখানেই যে যা তথ্য পায় সেটা শেয়ার করে কিছুটা নিরাপত্তা দেওয়া যায়। যে ঘটনা ঘটেছে তাতে আমি মনে করি শ্রীলংকার সরকার এটা যথার্থভাবেই সনাক্ত করতে পারবে এবং সনাক্ত করে তা আমাদের জানাবে।’
সারাবাংলা/এসএইচ/এসবি