Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরকের চেয়ে শক্তিশালী ভোটার পরিচয়পত্র: নরেন্দ্র মোদি


২৩ এপ্রিল ২০১৯ ১৩:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধ্বংসাত্মক কাজে বা আত্মঘাতি হামলায় সন্ত্রাসীদের ব্যবহার করা বিস্ফোরক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইড ‘র চাইতে ভোটার পরিচয়পত্র বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে গুজরাটের আহমেদাবাদের একটি ভোটকেন্দ্রে লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে নিজের ভোট দিতে পারা এক ধরনের আশীর্বাদ।’

সকালে একটি খোলা জিপে চেপে আহমেদাবাদের রনদ্বীপ এলাকার নিশান হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে যান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘নিজের বাড়ি গুজরাটে গণতন্ত্রের এই উৎসবে ভোট দিয়ে অংশ নেওয়ায় আমি খুবই আনন্দিত। আমি সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানাই। ভারতের ভোটাররা খুবই সচেতন এবং এটি বিশ্বের মানুষের জন্য গবেষণার একটি বিষয়। আমরা গণতন্ত্রের প্রয়োজনীয়তা অনুধাবনের ক্ষেত্রে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছি।’

বিজ্ঞাপন

এসময় নতুন ভোটারদের স্বাগত জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো যারা ভোট দিচ্ছেন এবং সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের ধন্যবাদ জানাই। তারা তাদের ভবিষ্যত গড়ে নিতে হবে। এজন্য আমি সবাইকে ভোট দিতে অনুরোধ করবো।’

সারাবাংলা/এসএমএন

আইইডি বিস্ফোরক ভোটার পরিচয়পত্র