Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত


২৭ জানুয়ারি ২০১৮ ০৯:৫৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১০:০০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মৌলভীবাজার: জেলার বড়লেখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার শাহবাজপুরের অর্জুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দরপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত সাড়ে ৯টায় শাহবাজপুরের অর্জুনা এলাকায় ট্রাক্ট্রকের সঙ্গে সিএনজি অটো রিক্সার সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই কপ্লনা বেগম (৩০) ও তার সন্তান মাহফুজ (৫) মারা যান।

বড়লেখার থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ শহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সারাবাংলাকে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/টিএম

 

দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর