Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মিনিট নীরব শ্রীলংকা


২৩ এপ্রিল ২০১৯ ১৩:২৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে তিন মিনিট নীরবতা পালন করেছেন শ্রীলংকাবাসী। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী তিন মিনিট নিহতদের স্মরণে এই নীরবতা পালন করা হয়।

সরকারি কর্মকর্থা-কর্মচারিরাও এই কর্মসূচিতে অংশ নেন।

এসময় জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। সাধারণ মানুষও মাথা নিচু করে দাঁড়িয়ে তাদের শোক প্রকাশ করেন।

গত রোববার সকাল সাড়ে ৮টায় শ্রীলংকায় একযোগে ছয়টি স্থানে বোমা হামলা চালানো হয়। সেই সময়কে মাথায় রেখেই মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে নীরবতা পালন শুরু করেন দেশটির নাগরিকরা।

শ্রীলংকায় মৃতের সংখ্যা বেড়ে ৩১০, গ্রেফতার ৪০

সরকারি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার শ্রীলংকায় শোক দিবস পালিত হচ্ছে। সরকারি ভবনগুলোর সামনে জাতীয় পতারা অর্ধনমিত রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মদের দোকানগুলো। সেইসঙ্গে রেডিও টেলিভিশনে বাজানো হচ্ছে বিষন্ন সংগীত।

বিজ্ঞাপন

মোট আটটি স্থানে চালানো এই হামলায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৩২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০০ এর বেশি মানুষ। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সারাবাংলা/এসএমএন

নীরবতা পালন শ্রীলংকায় বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর