Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের দুজন মুসলিম সহোদর’


২৩ এপ্রিল ২০১৯ ১৯:৪০

ইস্টার সানডে’তে শ্রীলংকায় বোমা হামলা চালিয়ে ৩২০ জনকে হত্যার ঘটনায় দেশটির ধনাঢ্য মুসলিম পরিবারের দুই ভাই জড়িত বলে জানিয়েছে সংবাদ সংস্থা এফপি। মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির পুলিশের বরাতে এই খবর নিশ্চিত করা হয়।

এই হামলার ঘটনার অনুসন্ধানকারীরা জানান, কলম্বোর মশলা ব্যবসায়ী ও ধনাঢ্য মুসলিম পরিবারের সদস্যরা গির্জা ও হোটেলের হামলার সঙ্গে সম্পৃক্ত। তারা চরমপন্থী সংগঠন দ্য ন্যাশনাল তৌহিদ জামাতেরও (এনটিজে) সদস্য। দুই সহোদরের বয়স বিশের কিছু বেশি হবে বলে জানানো হলেও তাদের নাম বা পরিচয় জানানো হয়নি। তাদের একজন হামলা চালিয়েছে সিনেমান গ্র্যান্ড হোটেলে। অপরজন হামলা চালায় শ্রাংগ্রি-লা হোটেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: শ্রীলংকায় বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

আরও পড়ুন: ক্রাইস্টচার্চ হামলায় ভুক্তভোগীদের স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে

পুলিশ জানায়, হামলাকারী ওই দুজন তাদের পিঠে দেশীয় ভারী বোমা বহন করে। হোটেলে সকালের নাস্তার সময় ওই বোমার বিস্ফোরণ ঘটায়।

হামলার তিন দিন পর ইসলামিক স্টেট (আইএস) হামলার দায়িত্ব স্বীকার করলেও শ্রীলংকার কর্তৃপক্ষ জানিয়েছে দ্য ন্যাশনাল তৌহিদ জামাত হামলার মূল পরিকল্পনাকারী।

সারাবাংলা/এনএইচ

গির্জায় হামলা বোমা হামলা শ্রীলংকা শ্রীলংকায় বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর