Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯, গ্রেফতার ৫৮


২৪ এপ্রিল ২০১৯ ১০:০১ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক গির্জায় হওয়া হামলায় হতাহতদের রক্ত ছিটিয়ে পড়েছে যিশু খ্রিষ্টের মূর্তির ওপর

শ্রীলংকায় চার গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছ। আহত হয়েছেন পাঁচ শতাধিক। গত রোববার (২১ এপ্রিল) খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডেতে শ্রীলংকার বিভিন্ন শহরে এসব হামলা চালানো হয়। মঙ্গলবার (২৪ এপ্রিল) হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে সিঅ্যাটল পাই।

বুধবার (২৪ এপ্রিল) শ্রীলংকার পুলিশবাহিনীর মুখপাত্র রুয়ান গুনাসেকারে জানান, রোববারের বোমা হামলার মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া রাতারাতি গ্রেফতার করা হয়েছে আরও নতুন ১৮ সন্দেহভাজনকে। এ নিয়ে ইস্টার সানডের বোমা হামলার ঘটনায় মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

দুই দিন পর আইএস’র দায় স্বীকার

এদিকে, রোববার হামলা হলেও তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলাগুলোর দায় স্বীকার করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, দেশটির কট্টরপন্থি মুসলিম সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) এই হামলা চালিয়ে থাকতে পারে। কেননা, হামলার দশদিন আগে বিদেশি গোয়েন্দা সংস্থাকে উদ্ধৃত করে শ্রীলংকার পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দর এমন সতর্কতা দিয়েছিলেন।

তবে পরবর্তীতে মঙ্গলবার জঙ্গি গোষ্ঠী আইএস তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাক এর সাইটে প্রকাশিত এক বিবৃতিতে হামলাটির দায় স্বীকার করে। যদিও দাবির পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

‘শ্রীলংকায় বোমা হামলা ক্রাইস্টচার্চ হামলার প্রতিশোধ’

মঙ্গলবার শ্রীলংকার প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী বিজেবর্ধন জানিয়েছেন, রোববার বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুক হামলার প্রতিশোধ। প্রাথমিক তদন্তে এমনটাই প্রতীয়মান হয়েছে।

পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, উগ্রপন্থী ইসলামী সংগঠনগুলো ক্রাইস্টচার্চ হামলার বদলা হিসেবে শ্রীলংকায় হামলা চালিয়েছে।

তবে তিনি তার মন্তব্যের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

সারাবাংলা/আরএ

ইস্টার সানডে বোমা হামলা শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর