Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় বাসচাপায় প্রাণ গেল আ.লীগ নেতার


২৪ এপ্রিল ২০১৯ ১১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনা: বরগুনায় বাসচাপায় সুখরঞ্জন সিকদার (৭০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুখরঞ্জন নলটোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নলটোনা  ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কবীর জানান, সুখরঞ্জন সিকদার নিশানবাড়িয়ায় ব্যবসা করতেন। সকালে তিনি দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে চৌরাস্তায় ওঠেন। এসময় বরগুনা থেকে নিশানবাড়িয়াগামী রিমি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর হোসেন মাহমুদ জানান, বাসটি আটক করা হয়েছে। সুখরঞ্জনের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

বরগুনা আওয়ামী লীগ বাসচাপায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর