Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নয়, হাইকোর্টে রিট


২৪ এপ্রিল ২০১৯ ১১:৫৫

ঢাকা: বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন একজন আইনজীবী।

রিটে স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ৬৭ জনকে বিবাদী করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী সায়েদুল হক সুমন।

আগামীকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে বলে তিনি জানান।

পরে সায়েদুল হক সুমন জানান, দেশের সর্বত্র যেখানে সেখানে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি হচ্ছে। নিয়ম না জেনে এসব ওষুধ খেয়ে দিন দিন মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।

অ্যান্টিবায়োটিক ওষুধকে স্লো পয়জন উল্লেখ করে এ আইনজীবী বলেন, এভাবে যত্রতত্র অ্যান্টিবায়োটিক বিক্রি হলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। এর থেকে পরিত্রাণ পেতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করতে নির্দেশনা চাওয়া হয়েছে বলে তিনি জানান।

সারাবাংলা/এজেডকে/টিআর/জেডএফ 

অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক বিক্রি প্রেসক্রিপশন রিট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর