Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকে হাজির হতে ৩ মাসের সময় চাইলেন এমপি জিন্নাহ


২৪ এপ্রিল ২০১৯ ১২:২১ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১২:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে সাড়া দিয়ে হাজির হতে তিন মাসের সময় চেয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। সংসদ অধিবেশন চলার কারণ উল্লেখ করে তিনি দুদকে হাজির হতে এই সময় আবেদন করেছেন।

বুধবার (২৪ এপ্রিল) দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম সারাবাংলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংসদ অধিবেশন চলার কারণ উল্লেখ করে জিন্নাহ দুদকে হাজির হতে তিন মাসের সময়ের আবেদন করেছেন। আবেদনের চিঠি আমরা পেয়েছি। তার এই আবেদন কমিশন মঞ্জুর করবে কি না, তা পরে বলা যাবে।

এর আগে গত বুধবার (১৭ এপ্রিল) দুপুরে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম চিঠি পাঠান জিন্নাহকে। ওই চিঠিতে তাকে ২৪ এপ্রিল দুদকে হাজির হতে বলা হয়। ক্ষমতার অপব্যবহার ও সরকারি বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তাকে দুদকে তলব করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/টিআর

এমপি জিন্নাহ জিন্নাহ দুদকে তলব শরিফুল ইসলাম জিন্নাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর