Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীর মৃত্যু


২৪ এপ্রিল ২০১৯ ১৩:০৩

ঢাকা: রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) টহল দলের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। র‌্যাবের দাবি, মাদক বিক্রেতাদের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয় এবং নিহত আলম ওরফে গাঁজা আলম (৪৫) একজন মাদক বিক্রেতা।

বুধবার (২৪ এপ্রিল) ভোর রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান বলেন, র‍্যাব-১ এর একটি টহলদল তুরাগের দিয়াবাড়ি এলাকায় টহল দিচ্ছিলো। সেসময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে, আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। জানা যায় তার নাম আলম ওরফে গাঁজা আলম। তিনি একজন চিহ্নিত মাদক বিক্রেতা।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। গোলাগুলিতে আশরাফুল ও নুরুল হক নামের দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন।

নিহত আলমের বিরুদ্ধে মাদক আইনে ১৭টি মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।

সারাবাংলা/এসএইচ/এসএমএন

তুরাগে বন্দুকযুদ্ধ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর