Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ


২৪ এপ্রিল ২০১৯ ১৯:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী

ঢাকা: চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল শেন জিনলংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। পাশাপাশি তিনি চীনের ঊর্ধ্বতন নৌকর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর পারস্পরিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গত ২৩ এপ্রিল চীনের নৌবাহিনীর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে অংশ নিতে ২১ এপ্রিল ঢাকা ত্যাগ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ছাড়াও জাপান, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান, নিউজিল্যান্ড, মিয়ানমার, গ্রিস, পেরু, দক্ষিণ আফ্রিকা, চিলি, কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, প্যালেস্টাইনের নৌবাহিনী প্রধানরা অংশ নেন।

বিজ্ঞাপন

বুধবার (২৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সারাবাংলা/এটি

আওরঙ্গজেব চৌধুরী চীন সফর নৌপ্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর