Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি’র শাহজালাল হলের আবাসিক শিক্ষক দেড় ঘণ্টা অবরুদ্ধ


২৪ এপ্রিল ২০১৯ ২১:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের আবাসিক তিন শিক্ষককে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, পানি সংকট, খাবারের নিম্নমান, পাঠাগার বন্ধ, নোংরা শৌচাগারসহ ১২টি সমস্যায় শিক্ষার্থীরা অতিষ্ট।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা আবাসিক হলের সামনে অবস্থান নেন। হলের মূল ফটক ও সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাবি পূরণের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা সরে যান। এরপর তিন শিক্ষক বেরিয়ে যান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ৬ মাসে প্রভোস্ট একদিনও আসেননি, হলে পরিষ্কার পানি পাওয়া যায় না, রুমগুলোতে খাটের স্বল্পতা রয়েছে, রাতে আলোর স্বল্পতা, নিম্ন মানের খাবার পরিবেশন করা হয়, সাপের উপদ্রব, রুমের দরজা-জানালা ভঙ্গুর অবস্থা, দেয়ালের প্লাস্টার ও ছাদের সিলি খসে পড়েছে, টয়লেটগুলো অপরিষ্কার, টিভিরুমে চেয়ার নেই, হলের গেস্ট রুম ব্যবহারের অযোগ্য, পাঠাগার বন্ধ এবং পর্যাপ্ত পরিমাণ আসবাবপত্র নেই।

এদিন দুপুরে হলের টিভি রুমে ছাদের সিলিং ভেঙে পড়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল আহত হন।

এই বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী সারাবাংলাকে বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে, তাদের অভিযোগ সত্যি হলে সমস্যার সমাধান করা হবে। আগামী রোববার ভিসি স্যার তাদের দেখা করতে বলেছেন।

সারাবাংলা/সিসি/এটি

খাবারের নিম্নমান চবি নোংরা শৌচাগার পাঠাগার বন্ধ পানি সংকট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর