Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভারতীয় কূটনীতিকের ফ্ল্যাটে আগুন


২৫ এপ্রিল ২০১৯ ১৩:১৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর খুলশী আবাসিক এলাকায় ভারতের সহকারি হাই কমিশনের এক কর্মকর্তার বাসা আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ওই বাসায় আগুন লাগে। তবে এসময় তিনি বাসায় ছিলেন না।

খুলশী ৪ নম্বর রোডে ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রাম অফিসের অদূরে অ্যারিস্টোক্রেসি-৩ নামে একটি ছয়তলা ভবনের পাঁচতলার এ-৫ ফ্ল্যাটে একা থাকেন সেকেন্ড সেক্রেটারি শুভাশীষ সিনহা। তাঁর পরিবারের সদস্যরা থাকেন ভারতে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল করিম সারাবাংলাকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা ১২ ২০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বাসার রান্নাঘরে ফ্রিজের তারে শটসার্কিট হয়ে আগুন লেগেছিল বলে জানিয়েছেন রেজাউল করিম।

ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শুধু রান্নাঘরের দু’টি ফ্রিজ ও কিছু জিনিসপত্র পুড়ে গেছে।’

ভারতের সহকারি হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি শুভাশীষ সিনহা সারাবাংলাকে বলেন, ‘ফ্ল্যাটে আমি একা থাকি। সকালে বাসায় তালা দিয়ে আমি অফিসে চলে যাই। আগুন লাগার খবর পেয়ে বাসায় এসেছিলাম। আগুনে রান্নাঘরের বিভিন্ন জিনিস পুড়ে গেছে।’

সারাবাংলা/আরডি/এসএমএন

আগুন ভারতীয় কূটনীতিক শুভাশীষ সিনহা