প্রধানমন্ত্রীর হুইসেলে যাত্রা শুরু বনলতা এক্সপ্রেসের
২৫ এপ্রিল ২০১৯ ১২:৪৬
ঢাকা: গণভবন থেকে বাঁশিতে ফুঁ দিয়ে ‘রাজশাহী-ঢাকা-রাজশাহী’ রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার(২৫এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরাঞ্চলে প্রথম দ্রুতগামী বিরতিহীন ট্রেন চলাচলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের সময় ট্রেন চালাতে হলে সবুজ পতাকাটা লাগে উল্লেখ করে পতাকা হাতে নিয়ে নাড়তে থাকেন প্রধানমন্ত্রী। এসময় সঞ্চালক নজিবুর রহমান বলেন, মাননীয় স্যার, চিরাচরিত নিয়মে পতাকা উত্তোলন করলেন এবং রাজশাহী প্রান্তে রেলপথ মন্ত্রী পতাকা দেখালেন।
আরও পড়ুন: যাত্রার জন্য প্রস্তুত বিরতিহীন আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’
এক হাতে পতাকা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঁশি বাজাবে কে? এই যে আমি বাঁশি বাজাচ্ছি ।’ এরপর জোরে বাঁশিতে ফুঁ দেন তিনি।
প্রধানমন্ত্রীর বাঁশিতে ফুঁ দেওয়ায় গণভবনে উপস্থিত সবাই হাততালি দিয়ে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কই বাঁশি দিচ্ছি, ট্রেন ছাড়ে না তো? ও মন্ত্রী উঠতে সময় নিচ্ছেন’।
এরপর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমরা আরও ব্যাপকভাবে রেল নেটওয়ার্ক গড়ে তুলতে চাচ্ছি। সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আর রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার ব্যবস্থা নিচ্ছি। ওই অঞ্চলটা কেন জানি আমার মনে হয়েছে, উন্নতিই হয়নি। কোন শিল্প কলকারখানা গড়ে উঠেনি। সেখানকার অর্থনৈতিক কাজগুলোও উন্নতি হয়নি। তাই বিশেষভাবে ওইদিকে দৃষ্টি দিচ্ছি। যাতে ওই এলাকার মানুষের কর্মসংস্থান আরও বৃদ্ধি হয় ও জীবনমান উন্নত হয়।
প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ এখন আর মঙ্গাপীড়িত নয়, মঙ্গামুক্ত করেছি। পাশাপাশি আমরা চাচ্ছি এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নতি ও যোগাযোগটা আরও বৃদ্ধি পাক। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আজকে অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা দিচ্ছি আমারা আমাদের রাজশাহী -ঢাকা এবং ঢাকা-রাজশাহী ট্রেন চালু করতে যাচ্ছি। যেটা মাত্র চার ঘন্টা ৪৫ মিনিটে অর্থ্যাৎ সব কিছু মিলে ৫ঘন্টার মধ্যে ঢাকা থেকে রাজশাহী পৌঁছানো যাবে। আবার রাজশাহী থেকে ঢাকা আসা যাবে। সামনে ঈদ আর তাছাড়া জৈষ্ঠ মাসের পাকা আম। এই দুটোই আমরা মাথায় রেখেছি। তাই পাকা আমও যেন মানুষ পায় আবার ঈদের সময় যাতে মানুষ আরামে চলাচল করতে পারে সে কথা মাথায় রেখে আজকে আমরা বিরতিহীন আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেন শুভ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনটির বাৎসরিক ৩৭কোটি টাকা আয় করবে এবং প্রতিদিন দুই হাজার যাত্রী চলাচল করতে পারবে। এছাড়াও এই বিরতিহীন ট্রেনটি পরিবেশ বান্ধব বলেও জানান তিনি।
গণভবনে প্রধানমন্ত্রীর পাশে দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. নজিবুর রহমান।
অন্যদিকে রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী জেলা প্রশাসক। উদ্বোধনের পর ট্রেনটি ঢাকার উদ্দেশে রেলমন্ত্রীসহ যাত্রীদের নিয়ে রওনা হবে।
বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস শুক্রবার ছাড়া প্রতিদিন ঢাকা-রাজশাহী রুটে যাতায়াত করবে। উত্তরাঞ্চলে প্রথম দ্রুতগামী বিরতিহীন এই ট্রেন চালুর ফলে ঢাকা টু রাজশাহী যোগাযোগে নতুন মাত্রা যোগ হল। ট্রেনটি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে চলবে বলেও জানা গেছে
ট্রেন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত ইনস্টিটিউট ও স্থাপনা উদ্বোধন করেন ।
সারাবাংলা/এনআর/জেডএফ