Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফআর টাওয়ারের মালিককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক


২৫ এপ্রিল ২০১৯ ১৩:১৯

ঢাকা: রাজধানীর বনানীর এফআর টাওয়ারের  মালিক এস এম এইচ আই ফারুককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই অনুযায়ী দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক আগামী ২৮ এপ্রিল ফারুককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবেন।

আবু বকর সিদ্দিক নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিধি বহির্ভূতভাবে ভবন নির্মাণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বনানী এফআর টাওয়ারের অন্যতম মালিক এস এম এইচ আই ফারুককে ২৮ এপ্রিল জিজ্ঞাসাবাদ করা হবে। আদালত জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, এফআর টাওয়ার নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানী উন্নয়ক কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক নাসির উদ্দিন শরিফকেও জিজ্ঞাবাসাদ করবে দুদক। এজন্য আগামী ২ মে তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। কমিশনের উপপরিচালক আবু বকর সিদ্দিক তাকে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছেন।

এর আগে, গত ২৮ মার্চ ভয়াবহ আগুন লাগে বনানীর এফআর টাওয়ারে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ও বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবীর প্রচেষ্টায় প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ২৭ জন। আহত হন শতাধিক মানুষ।

সারাবাংলা/এসজে/টিআর

এফআর টাওয়ার এফআর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর