আইসিসি’র কার্যক্রম পর্যালোচনার আহ্বান সাবেক প্রধানদের
২৫ এপ্রিল ২০১৯ ১৪:৩৫
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কার্যক্রম পর্যালোচনার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রথম পাঁচ প্রেসিডেন্ট। গত ১২ এপ্রিল আইসিসি আফগানিস্তানে হওয়া নির্যাতন বিষয়ক একটি অভিযোগের তদন্ত না করার সিদ্ধান্ত দেওয়ার পর এমন আহ্বান জানান সাবেক প্রেসিডেন্টরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এক বিবৃতিতে প্রেসিডেন্টরা বলেন, আমরা আদালতের কিছু বিচার প্রক্রিয়ার মান দেখে হতাশ হয়েছি। কিছু বিচার প্রক্রিয়ার ফলাফল আমাদের হতাশ করেছে ও প্রতিষ্ঠানটির কিছু ব্যবস্থাপনা সম্পর্কিত ঘাটতি আমাদের ক্ষুব্ধ করেছে। এসব ঘাটতির কারণে আদালত পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অ্যাটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইটে ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নিডস ফিক্সিং’ শিরোনামে উল্লেখিত বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতির লেখকদের একজন হচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনার জেইদ র ‘দ আল-হুসেইন। তিনি বিশেষজ্ঞদের একটি ছোট দলকে স্বতন্ত্রভাবে আদালতের কার্যক্রম পর্যালোচনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সারাবাংলা/আরএ