Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণকারী গণদুশমন’


২৫ এপ্রিল ২০১৯ ১৬:১৮

ঢাকা: দলের সিদ্ধান্ত অমান্য করে মো. জাহিদুর রহমান শপথ গ্রহণ করায় তাকে ‘গণদুশমন’ হিসেবে অখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমানকে তিনি এ আখ্যা দেন।

গণমাধ্যমবিরোধী কালো আইন, সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন এ মানববন্ধন আয়োজন করে।

গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘জাহিদ হোসেন ধানের শীষ থেকে পাস করে আজ শপথ নিয়েছেন। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। জনগণের সঙ্গে যিনি থাকতে পারেন না, তিনি কোথায় শপথ নিলেন, আর কোথায় নিলেন না— এটা বিবেচনার বিষয় না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ কোটি মানুষ ভোট দিতে পারেনি দাবি করে তিনি বলেন, ‘এ কথা শুধু আমার না, আপনাদের সবার কথা। এমনকি যারা আওয়ামী লীগ করে, তারাও ভোট দিতে পারেনি। সুতরাং জনগণ যেখানে ভোট দিতে পারেনি, সেখানে কেউ জয়লাভ করেনি, কেউ পরাজিতও হয়নি।’

‘এমন বাস্তবতায় দলের আদর্শ, দলের সিদ্ধান্ত এবং নেত্রীকে জেলখানায় রেখে কেউ যদি শপথ নিয়ে থাকে বা ভবিষ্যতে নেয়, তারা জাতীয়তাবাদী শক্তির সঙ্গে চলার যোগ্যতা রাখে না। তারা হলো গণদুশমন। তাদের বিচার জনগণ সময়মতো করবে। তার জন্য অপেক্ষা করতে হবে,’— বলেন গয়েশ্বরচন্দ্র রায়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দল সিদ্ধান্ত নিয়েছে সংসদে না যাওয়ার। যদি কেউ দলের এই সিদ্ধান্ত অমান্য করে সংসদে যায়, তিনি দলের লোক হিসেবে গণ্য হবেন না। সুতরাং এই শপথ গ্রহণে আমরা ভীত নই।’

বিজ্ঞাপন

গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, “তিনশ আসনের কেউ নির্বাচিত না। এই তিনশ জন যদি এক জায়গায় এসে চিৎকার করে বলে, ‘আমরা নির্বাচিত’, তাতে জনগণ যে থুথু মারবে। সেই থুথুতে তারা ভেসে যাবে। সেদিন তারা বুঝতে পারবে, জনগণের সঙ্গে প্রতারণার পরিণতি কী।’

বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত ইবনে মঈনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরীসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর

গয়েশ্বরচন্দ্র রায় জাহিদুর রহমান জাহিদুর রহমানের শপথ বিএনপি শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর